ঈদের ছুটি অনেকের জন্য আনন্দের হলেও, শহরের নিম্ন আয়ের মানুষের জীবনে তা নিয়ে আসে আয় বন্ধ হওয়ার দুশ্চিন্তা। ছুটির সময় রিকশা চলে না, দোকান খোলা থাকে না, কাজও মেলে না। অনেকেই গ্রামে ফিরতে পারেননি, আবার কোরবানির মাংসও জোটেনি অনেকের কপালে। ছুটি শেষ হলেও কাজ শুরু হতে সময় লাগে—সবমিলিয়ে সময়টা তাদের জন্য সবচেয়ে কঠিন। তাই প্রশ্ন থেকে যায়, ঈদের আনন্দ কি সবার জন্য সমান?