People

Golam Ahmed Rabbi

Golam Ahmed Rabbi

Technical Consultant

golam.ar@brac.net

Golam Ahmed Rabbi is currently working as a Technical Consultant (Senior Research Associate) at BRAC.  He has worked in different capacities in BRAC, i.e., Research and Evaluation Division (RED) and Advocacy for Social Change (ASC), in different research positions. He played multiple roles in different research projects of BRACs’ internal programs and external agencies (i.e., BIGD, BRAC University, UNHCR, UN-Women, and NY University) such as “BCC Approach for BRAC: A Formative Research & Process Documentation”, FDMN SNA Study, Nation Wide Perception Survey, “COVID-19 Impact on Education – A Rapid Assessment”, “The Situation of Women CMSME Entrepreneurs and Informal Sector Workers”; “H&M Foundation: Future Need Assessment of Women RMG Workers”, and “Demographic and Socio-economic changes induced by the Covid-19 pandemic: Dynamics and Challenges of New realities”. He also worked on two other research projects in UGC and The Asiatic Society for Bangladesh prior to joining BRAC titled “Syncretism of Shrine Culture in Bangladesh: Case Study from Saint Anthony Shrine and Shri Shri Baba Lokenath Brahmachari Ashrom” and  “Changing Pattern of Old Dhaka’s Festivals : Muharram, Horse race, and Nouka Baich”.

Currently, he is fully engaged in the “Historicizing BRAC” project led by Dr Shahaduz Zaman, Dr Imran Matin, and Mishu Ahasan.

স্যার আবেদ ও ১৯৭১ : মুক্তিযুদ্ধে অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ-এর ভূমিকা (দ্বিতীয় পর্ব)

স্যার আবেদ ও ১৯৭১ : মুক্তিযুদ্ধে অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ-এর ভূমিকা (দ্বিতীয় পর্ব)

‘অ্যাকশন বাংলাদেশ’-এর মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন করা। এ-জন্য প্রথমেই তারা ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা পৃথিবীকে জানানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তারা মনে করেন, বিশ্ববাসী যদি প্রকৃত ঘটনা উপলব্ধি করতে না পারে তাহলে জনমত গঠন করার কাজটি দূরহ হবে। এছাড়া সাহায্য-সহযোগিতাও পাওয়া যাবে না। এ কারণে শুরুতেই তারা ‘লন্ডন টাইমস’ পত্রিকায় বেশ বড় একটি বিজ্ঞাপন দেন। যেখানে জানানো হয়, ‘বাংলাদেশে গণহত্যা চলছে। এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার ও জাতিসংঘের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

স্যার আবেদ ও ১৯৭১ : মুক্তিযুদ্ধে অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ-এর ভূমিকা (প্রথম পর্ব)

স্যার আবেদ ও ১৯৭১ : মুক্তিযুদ্ধে অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ-এর ভূমিকা (প্রথম পর্ব)

মুক্তিযুদ্ধ যখন শুরু হয় স্যার ফজলে হাসান আবেদ তখন ৩৫ বছরের টগবগে এক তরুণ— শেল অয়েল কোম্পানির হেড অব ফাইন্যান্স হিসেবে কাজ করছেন চট্টগ্রামে। কোম্পানি থেকে তাঁকে লিয়াজোঁ অফিসারের দায়িত্ব দেওয়া হলে মে মাসের প্রথমদিকে তিনি লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। লন্ডনে স্যার আবেদ ও তাঁর বন্ধু ও সহকর্মীরা মিলে ‘হেল্প বাংলাদেশ’ এবং ‘অ্যাকশন বাংলাদেশ’ প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। ‘অ্যাকশন বাংলাদেশ’-এর মাধ্যমে তাঁরা পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে চলমান গণহত্যার বিষয়টি আন্তর্জার্তিক মিডিয়ায় তুলে ধরেন। এবং পশ্চিমা দেশগুলোতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন করেন। অন্যদিকে ‘হেল্প বাংলাদেশ’-এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

মানুষ বড় কাঁদছে: সত্তরের ঘূর্ণিঝড় ও ‘হেল্প’ প্রতিষ্ঠা

মানুষ বড় কাঁদছে: সত্তরের ঘূর্ণিঝড় ও ‘হেল্প’ প্রতিষ্ঠা

১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি ঘূর্ণিঝড় হয়। এতে প্রাণ হারান উপকূলের প্রায় ৩০০,০০০ জন মানুষ। এটিকে বিগত শতাব্দীর সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানীরা যাকে ‘গ্রেট সাইক্লোন অব 1970’ নামেও অভিহিত করেন।

আমিন ভাই ও ব্র্যাক : চলার বেগেই পথ কেটে যায় (দ্বিতীয় পর্ব)

আমিন ভাই ও ব্র্যাক : চলার বেগেই পথ কেটে যায় (দ্বিতীয় পর্ব)

গত ২ অক্টোবর ছিল আমিন ভাইয়ের ১২তম মৃত্যুবার্ষিকী। দুই পর্বের এই লেখার মাধ্যমে আমরা আমিন ভাইয়ের শুরুর দিকের কিছু অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি। প্রথম পর্বে ছিল-  আমিন ভাইয়ের ব্র্যাকে যোগদানের গল্প, রৌমারী, শাল্লা, জামালপুর, মানিকগঞ্জ- এর অভিজ্ঞতা, এবং আড়ং- শুরুর গল্প। দ্বিতীয় পর্বে রইলো- সত্তর দশকের শেষভাগে ব্র্যাকের কৌশলগত পরিবর্তন, আশির দশকে ব্র্যাকের আভ্যন্তরীন দুর্নীতির বিরুদ্ধে ‘পরিচ্ছন্নতা’ কার্যক্রম, রেশম চাষ বিষয়ক অভিজ্ঞতা এবং ব্র্যাকের আমিন ভাইয়ের নতুন কর্মধারা বিষয়ক বয়ান।

Historicizing BRAC

Historicizing BRAC is an ambitious project that aims to meticulously document BRAC's approach to development, growth trajectory, and critical inflection points through historical accounts of the organization's major development programs. It is an investigation and attempt to theorize BRAC’s navigation as well as sustainability within the context of changing socio-economic and political realities.

Up