নারী পুরুষের অবস্থানের তারতম্য ক্ষমতার দ্বারা ঘটিত হয়। নারীর উপর পুরুষতান্ত্রিক সমাজের ক্ষমতা বিস্তারের ফলে নারী অধস্তন অবস্থায় থাকে। মনে করা হয় নারীর ক্ষমতায়নের ফলে সামাজিক কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসবে, যার কারণে সমাজে ক্ষমতার সমবন্টন ঘটবে। নারীর ক্ষমতায়ন প্রক্রিয়াকে দুই ধাপে দেখা যেতে পারে, যেমন প্রথম ধাপ হচ্ছে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, আর নিজের জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং সেখান থেকে পারিবারিক বলয়ের মধ্যে নিজের মতপ্রকাশ করার ক্ষমতা অর্জন করা। অন্য ধাপটি হচ্ছে সমাজ এবং জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও মতপ্রকাশের ক্ষমতা অর্জন করা। নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিকগুলো নির্ণয় করা Pathways of Women’s Empowerment গবেষণা কার্যক্রমের মূল উদ্দেশ্য।
Authors: Khondaker, Shahida Islam; Azim, Firdaus
Type: Working Paper
Year: 2010