Publications

রানা প্লাজার দশ বছরঃ স্মৃতি, শিক্ষা ও অগ্রগতি

২০১৩ সালে রানা প্লাজা ভবন ধ্বসের পর বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিক অধিকার ও নিরাপত্তা বিষয়ক দীর্ঘদিন যাবত চলমান সমস্যাগুলো আন্তর্জাতিক আলোচনায় চলে আসে। পরবর্তী এক দশকে দেশের কারখানাগুলোর কাঠামোগত নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার সংস্কৃতি। উৎপাদনকারীরা এখন কারখানার নিরাপত্তা তদারকির জন্য শ্রমিক ইউনিয়নের সাথে আলোচনায় বসতে শুরু করেছে। কিন্তু এখনও, বাংলাদেশে শ্রমিক মজুরি রয়ে গেছে বিশ্বের সর্বনিম্ন মজুরির তালিকায়। বিগত এক দশকে কীভাবে রানা প্লাজার বিপর্যয়কে স্মরণ করা হয়েছে, এ থেকে কি শিক্ষা নেয়া হয়েছে, তৈরি  পোশাক শিল্পে কি ধরণের পরিবর্তন এসেছে এবং বাংলাদেশে একবিংশ শতাব্দীর উপযোগী একটি পোশাক শিল্প গড়ে তুলতে কি ধরনের পদক্ষেপ নেয়া উচিত- এই গবেষণা সংক্ষেপে আলোচ্য বিষয়গুলোতে আলোকপাত করা হয়েছে।

Authors: Sultan, Maheen; Antara, Iffat Jahan; Islam, Touhidul
Type: Research Brief
Year: 2023

Up