পারিবারিক সহিংসতা সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃত। নারীর অর্থনৈতিক সীমাবদ্ধতা, পর্যাপ্ত
জ্ঞ্যানের অভাব, আইনের ফাঁক এবং দীর্ঘদিন ধরে চলে আসা নারী-পুরুষের সম্পর্কের সমাজে প্রচলিত
সাধারণ ধারনা নারীদের পারিবারিক সহিংসতা থেকে পরিত্রান পাওয়া করে তুলেছে।
এই গ্রন্থে পারিবারিক সহিংসতার মধ্য দিয়ে বেঁচে থাকা বাংলাদেশের তিনটি জেলার বারো জন নারীর কথা উপস্থাপনা করা হয়েছে। অতিমারির সময় নারীদের জটিল বিচারিক পথচলা, নানান পরিস্থিতিকে সামলানোর কৌশলসমূহ, সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা মোকাবিলা করার মনোবল এবং আইনি সহায়তাকারীদের ভুমিকা এই কাহিনিগুলোর বিষয়বস্তু। এই গ্রন্থটি গবেষক, শিক্ষার্থী, মাঠপর্যায়ের অনুশীলনকারী এবং পারিবারিক সহিংসতার মধ্য দিয়ে বেঁচে থাকা নারী ও মেয়েদের সহায়তাকারীদের উদ্দেশ্য করে রচিত। এটি তাদের নিজেদের কাজ, প্রাতিষ্ঠানিক ভূমিকা ও দায়িত্বপালন সম্পর্কে ভাবতে এবং এ ধরনের কাজের গতি বাড়ানোর কৌশল পূনরনির্ধারণে সহায়ক হবে।
এই বইটি ব্র্যাক ইনস্টিউট অফ গভার্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত “করোনাকালে পারিবারিক সহিংসতার শিকার নারীদের জন্য ন্যায়বিচারের সুযোগ’ গবেষণার উপর ভিত্তি করে লিখিত। গবেষণায় সহায়তা প্রদান করেছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) এর পক্ষ থেকে জিআইজেড (GIZ) বাংলাদেশের রুল অব ল প্রোগ্রাম এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ, অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। গবেষণা পরিচালনায় এবং অন্যান্য সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ ব্র্যাক, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), এবং আরডিআরএস, বাংলাদেশ এর কাছে।
Authors: Sultan, Maheen; Akter, Marufa; Mahpara, Pragyna; Pabony, Nuha Annoor;
Tasnin, Fariha; Hossain, Sara; Titir, Abdullah; Sidddiki, Esrat Jahan; Antor, Sadiul
Islam
Type: Book
Year: 2022