চলমান এই গবেষণায় বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, মতাদর্ষিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনার প্রস্তুতিকালে ভাষাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বহুল আলোচিত একটি বিতর্ক আমাদের চোখে পড়ে। উল্লেখ্য, এই গবেষণায় আমরা বিংশ শতাব্দীর শুরু থেকে সমকাল পর্যন্ত বাঙালি মুসলমান নারীর সাংস্কৃতিক পরিচিতি নির্মাণের ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক ইতিহাস পুনর্পাঠের উদ্যোগ নিয়েছি। উনিবিংশ শতাব্দির শেষ ও বিংশ শতাব্দির শুরুর দিকে বাংলা সাহিত্যের বিকাশে নবাব ফয়জুন্নেসা থেকে শুরু করে রোকেয়া, মোতাহেরা বানু, ফজিলাতুন্নেসা, শামসুন নাহার মাহ্মুদ, মাহমুদা খাতুন সিদ্দিকা প্রমূখ নারীদের তাৎপর্যপূর্ন ভূমিকা ছিল। তাঁদের কাজে ঐতিহাসিক পটভূমিতে নারীর ক্ষমতায়নের বিরাজমান সূত্রগুলো উন্মোচন করাই নারীর সাংস্কৃতিক ইতিহাস গবেষণার একটি অন্যতম উদ্দেশ্য।
Authors: Ehsan, Iqbal
Type: Working Paper
Year: 2011