Publications

রংপুরে নাগরিক সম্পৃক্ততা শীর্ষক কর্মশালা

গত ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার রংপুরে আরডিআরএস বাংলাদেশ-এর বেগম রোকেয়া হলে বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়। এটি ছিল ডিম্যাপ প্রকল্পের অধীন সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক প্রথম কর্মশালা। প্রাতিষ্ঠানিকভাবে নাগরিক ও অংশীদারদের সম্পৃক্ততার মাধ্যমে সরকারি ক্রয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা ছিল এই কর্মশালার উদ্দেশ্য। সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে ডিম্যাপের দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় রাজশাহীতে। ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার শহরে পদ্মা হাউজিং এস্টেটের কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিআইজিডির প্রোগ্রাম ম্যানেজার সেলিনা আজিজ। ডিম্যাপ প্রকল্পের অধীন সরকারি-বেসরকারি অংশীদার কমিটির (পিপিএসসি) ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে গত ২২ আগস্ট ২০১৯। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী ও পিপিএসসি চেয়ারম্যান এ. মান্নান এমপি এই সভার সভাপতিত্ব করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সিপিটিইউ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট এর যৌথ আয়োজনে আয়োজিত সভাটি পরিচালনা করেন সিপিটিইউ-এর মহাপরিচালক ও পিপিএসসির সদস্য সচিব মো. আলী নূর।

Author: BRAC Institute of Governance and Development (BIGD), Brac University
Type: Quarterly update
Year: 2019

Up