Publications

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

গত ২৩-২৪ ফেব্রয়ারি রাজধানীর হোটেল লেকশোরে “Digitizing Implementation Monitoring and Public Procurement Project (DIMAPPP)”-ডিম্যাপ-এর অধীনে ‘সিটিজেন এনগেজমেন্ট (নাগরিক সম্পৃক্ততা) সাব-কম্পোনেন্ট এর নিয়োপ্রাপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। ডিম্যাপ একটি চার বছরব্যাপী প্রকল্প যেখানে বিআইজিডি উক্ত সাব-কম্পোনেন্ট এর পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবে। এ প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

Author: BRAC Institute of Governance and Development (BIGD), Brac University
Type: Quarterly Newsletter
Year: 2019

Up