Publications

বিদেশি অনুদাননীতির পরিবর্তনে বাংলাদেশের নারী সংগঠনের অবস্থা

নারী আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে অর্থায়ন এবং আর্থিকভাবে টেকসই অবস্থা অর্জনের বিষয়টি বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত। আর্থিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস বিদেশি অনুদান। কিন্তু অনুদান প্রদানের নীতিতে, বিশেষ করে ২০০৫ সালে প্যারিস ঘোষণার পর নারী সংগঠনগুলোর অনুদান প্রাপ্তি ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে সম্পদের উৎস সংকুচিত হয়ে আসায় বিভিন্ন দেশের উনেক নারী সংগঠকের কাজের গতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। এই গবেষণায় বাংলাদেশের ক্ষেত্রে যেসব বিষয় অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে তা হলোঃ ১. প্যারিস ঘোষণা ও অনুদানের নতুন ধারা নারী সংগঠন/এনজিওর প্রকল্প-অর্থায়নের সার্বিক বিষয়টি কীভাবে প্রভাবিত করে এবং ২. সরকারি আর্থিক সম্পদ ব্যবহার না করে বিভিন্ন ধরণের কর্মকান্ড পরিচালনাকারী এনজিও, সুশীল সমাজ এবং নারী আন্দোলনের অর্থায়নের ওপর নতুন অনুদান নীতি কীভাবে প্রভাব ফেলেছে। এই গবেষণায় প্রাপ্ত ফলাফল নেদারল্যান্ডসে Aid এফেক্টিভনেস এর ওপর আয়োজিত একটি কনফারেন্সে উপস্থাপন করা হবে। উক্ত কনফারেন্সে গবেষণায় অংশগ্রহণকারী সংগঠন, বাংলাদেশে কর্মরত দাতা সংস্থার প্রতিনিধি ও দাতা সংস্থার হেড অফিসে নিয়োজিত কর্মকর্তাদের এই বিষয়ে মতবিনিময়ের সুযোগ দেয়া হবে।

Authors: Nazneen, Sohela; Sultan, Maheen
Type: Working Paper
Year: 2011

Up