Publications

বাংলাদেশে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ ব্যবস্থা

বাংলাদেশে কর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা প্রতিদিনই ঘটে থাকে এবং এটাকে সাধারণ ঘটনা হিসেবে দেখা হয়। নারীদের কর্মক্ষেত্রে যোগদানে এটি একটি বড় বাধা এবং অনেক নারী এই কারণে কর্মক্ষেত্র থেকে ঝরে পড়েন। গৃহকর্মী এবং এগ্রো-প্রসেসিং কারখানায় কাজ করা নারীদের কেস স্টাডি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই পলিসি ব্রিফে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে ভাষা, সামাজিক ও লৈঙ্গিক রীতি-নীতি তরুণ নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করা থেকে বিতর রাখে। এখানে তুলে ধরা হয়েছে কিভাবে এই রীতি-নীতিগুলো সমাজে যৌন হয়রানির ঘটনাসমূহকে সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করতে সাহায্য করছে। এখানে আরও দেখানো হয়েছে, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কি কি ঘাটতি রয়েছে।

Authors: Sultan, Maheen; Huq, Lopita; Sultana, Asifa, Al Mamun; Saklain
Type: Policy Brief
Year: 2022

Up