এই গবেষণার মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর নারীদের সঙ্গে মূলধারার মিডিয়ার সম্পর্ক কেমন তা বিশ্লেষণ করা; সেখানে স্থানীয়ভাবে যে মিডিয়া গড়ে উঠেছে, তা কীভাবে পাহাড়ি নারীর প্রতিচ্ছবি নির্মাণ করে এবং নারীরা নিজেরা কীভাবে এই মিডিয়াকে বিশ্লেষণ করা, তা দেখা। এ গবেষণায় দেখা গেছে, পাহাড়ি নারীরা নিজেদের আধুনিক পরিচিত্র জন্য মূলধারার স্যাটেলাইট কেবল চ্যানেলে আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্মিত অনুষ্ঠান যেমন মিডিয়ার সঙ্গে নিজেদের সক্রিয়ভাবে যুক্ত করছেন। অনেক ক্ষেত্রে স্থানীয় মিডিয়া পাহাড়ি নারীর জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দরজা। পাহাড়ি নারীরা এই গবেষণায় অংশগ্রহণ করেছেন, অকপটে তথ্য দিয়েছেন এবং ঘরে তাদের সঙ্গে বসে টিভি দেখার অনুমতি দিয়েছেন ৷ বিভিন্ন পরিচালক, শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব এবং স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্ক ও সিডি ব্যবসায়ীরা গবেষণার বিভিন্ন পর্যায়ে তথ্য দিয়ে সহায়তা করেছেন।
Authors: Khondaker, Shahida Islam; Priyadarshini, Anmona
Type: Working Paper
Year: 2011