Publications

পাহাড়ি মিডিয়া ও নারী

এই গবেষণার সূচনা হয় পাথওয়েজওফ অফ উইমেন্স এমপাওয়ারমেন্ট পরিচালিত মিডিয়া ও নারী শীর্ষক গবেষণা থেকে। পাহাড়ি মিডিয়া ও নারী গবেষণাটি পরিচালনার সময়কাল ছিল ডিসেম্বর, ২০০৯ থেকে জুলাই, ২০১০। গবেষণার মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর নারীদের জীবনের সাথে মূলধারার মিডিয়ার সম্পর্কটি কেমন তা বিশ্লেষণ করা এবং একই সাথে সেখানে স্থানীয়ভাবে যে মিডিয়া গড়ে উঠেছে তা কিভাবে পাহাড়ি নারীর প্রতিচ্ছবি নির্মাণ করে এবং নারী নিজে কিভাবে এই মিডিয়াকে বিশেষণ করে তা দেখা। পার্বত্য চট্টগ্রামে স্থানীয়ভাবে গড়ে ওঠা মিডিয়া কিভাবে পাহাড়ি নারীর প্রতিচ্ছবি নির্মাণ করছে এবং পাহাড়ি নারীরা নিজেরা কীভাবে পাহাড়ি মিডিয়াকে বিশ্লেষণ করেন তা দেখা হয়েছে পাহাড়ি মিডিয়া ও নারী গবেষণা প্রবন্ধে। ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সচেতনবোধ থেকেই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি মিডিয়ার বিকাশ। এই মিডিয়াকে কেন্দ্র করে পাহাড়িদের জীবনে আধুনিক ও ঐতিহ্যবাহী দুটি চিন্তাধারার বিকাশ লক্ষ্য করা যায়। এই গবেষণায় আমরা দেখতে পাই পাহাড়ি মিডিয়া পাহাড়ি নারীদের কেবল বিনোদনের ক্ষেত্র নয়, বরং, পাহাড়ি মিডিয়া একই সাথে নারীর ক্ষ্মতায়নের বৈচিত্র্যপূর্ন পরিসরগুলোকেও উন্মুক্ত করেছে। বাংলাদেশে মিডিয়া ও জেন্ডার অধ্যয়নে এই গবেষণাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে

Authors: Khondaker, Shahida Islam; ‪Priyadarshini, Aanmona
Type: Working Paper
Year: 2011

Up