গত ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার রংপুরে আরডিআরএস বাংলাদেশ-এর বেগম রোকেয়া হলে বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়। এটি ছিল ডিম্যাপ প্রকল্পের অধীন সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক প্রথম কর্মশালা। প্রাতিষ্ঠানিকভাবে নাগরিক ও অংশীদারদের সম্পৃক্ততার মাধ্যমে সরকারি ক্রয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা ছিল এই কর্মশালার উদ্দেশ্য। সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে ডিম্যাপের দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় রাজশাহীতে। ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার শহরে পদ্মা হাউজিং এস্টেটের কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিআইজিডির প্রোগ্রাম ম্যানেজার সেলিনা আজিজ। ডিম্যাপ প্রকল্পের অধীন সরকারি-বেসরকারি অংশীদার কমিটির (পিপিএসসি) ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে গত ২২ আগস্ট ২০১৯। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী ও পিপিএসসি চেয়ারম্যান এ. মান্নান এমপি এই সভার সভাপতিত্ব করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সিপিটিইউ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট এর যৌথ আয়োজনে আয়োজিত সভাটি পরিচালনা করেন সিপিটিইউ-এর মহাপরিচালক ও পিপিএসসির সদস্য সচিব মো. আলী নূর। সরকারি ক্রয় কাজে ‘নাগরিক সম্পৃক্ততা’র বিষয়ে ২০১৯ এর মার্চে যখন ৮টি বিভাগের ১৬টি উপজেলায় মাঠে প্রকল্প বাস্তবায়ন শুরু হয় তখন সেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল। কেননা এর আগে বিআইজিডি-এর নাগরিক সম্পৃক্তকরণে বিষয়ে মাত্র ৪টি উপজেলায় পরীক্ষামূলক কাজের অভিজ্ঞতা ছিল। অনেক চড়াই উৎরাই পেরিয়ে বছর শেষে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সকলে মিলে এই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বছরের শুরুতে লক্ষ্যমাত্রা ছিল ৮০টি সাইটে কাজ শুরু করা। বছর শেষে সেই লক্ষ্যের শতভাগ পূরণ করা গেছে।
Author: Haque, Mahan ul
Type: DIMAPPP Quarterly Newsletter
Year: 2019