Publications

নারী স্বাস্থ্যকর্মী: সমঝোতা ও নবদ্যোগ

এই প্রবন্ধটি ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর পাথওয়েজ অফ উইমেন্স এমপাওয়ারমেন্ট গবেষণা কার্যক্রম কর্তৃক পরিচালিত Community Health Workers: As Agents of Change গবেষণার ওপরে ভিত্তি করে এই প্রবন্ধটি লেখা হয়েছে| এই গবেষণার মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যকর্মী হিসাবে কাজ করা নারীদের সামাজিক জীবন, কর্ম জীবন ও ব্যক্তি জীবনে কি ধরণের প্রভাব ফেলে এবং তাঁদের ক্ষমতায়নে কি ধরণের ভূমিকা রাখে তা বিশ্লেষণ করা| গবেষণাটি ২০০৮/৯ সালে পরিচালিত হয়| বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে পারিশ্রমিকভিত্তিক কাজে নারীর অংশগ্রহণের একটি অনন্য দৃষ্টান্ত হচ্ছে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রকল্পে কর্মরত নারী স্বাস্থ্যকর্মী। এই নারী স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তাঁদের পেশাগত পরিচিত কি ধরনের প্রভাব ফেলে এবং সেটি নারীর ক্ষমতায়নের সাথে কিভাবে সম্পর্কিত তা আলোচনা করা হয়েছে প্রবন্ধে। স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত নারীকে নানাবিধ সামাজিক ও মতাদর্শিক কাঠামোর সাথে লড়াই করে টিকে থাকতে হয়েছে,। এই লড়াইকে কখনো তাঁকে প্রচলিত সামাজিক-সাংস্কৃতিক প্রথা ভেঙ্গে সামনে এগিয়ে যেতে হয়েছে আবার কখনো বিদ্যমান ব্যবস্থার সাথে সমঝোতা করতে হয়েছে। আলোচ্য প্রবন্ধে স্বাস্থ্যকর্মীদের পথ চলার বিভিন্ন অভিজ্ঞতা নারীর ক্ষমতায়নকে ধারণায়নের দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে।

Authors: Mahmud, Simeen; Sultan, Maheen
Type: Working Paper
Year: 2011

Up