বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি ও কাঠামোতে জেন্ডার ও শ্রেণীবৈষম্য বিদ্যমান। উপরন্তু, বিদেশি সহায়তার ওপর নির্ভরতা ও আমলাতন্ত্রের রাজনৈতিকায়ন নারী অধিকার সংক্রান্ত কর্মকান্ডকে সীমিত করে দেয়। কোন কোন ক্ষেত্রে অর্থ সাহায্য নিশ্চিত করার জন্য দাতাদের নির্দেশিত নারী এজেন্ডা নিয়ে সরকারকে নারী উন্নয়ন বিষয়ক কর্মকান্ড পরিচালনা করতে হয়েছে। এছাড়া নাগরিক সংগঠনগুলো প্রায়শ দলীয়করণের শিকার। ফলে তারা গোষ্ঠীগত স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেনা। এ প্রতিবেদনে দেশের জাতীয় পর্যায়ের তিনটি নারী সংগঠন নির্বাচন করা হয়েছে। এই তিন সংগঠন প্রথমত, জেন্ডার সমতা অর্জনের উদ্দেশ্যে কীভাবে নিজেদের সদস্য, রাজনৈতিক দল, আমলা ও নাগরিক সমাজসহ বিভিন্ন মহলের সমর্থন আদায়ের চেষ্টা করেছে এবং দ্বিতীয়ত, আন্দোলনের বিষয়কে তারা কীভাবে অর্থবহ করে তুলেছে, তা এ প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে।
Authors: Nazneen, Sohela; Sultan, Maheen
Type: Working Paper
Year: 2010