Publications

নারীর ক্ষমতায়ন বিষয়ক ধারণা: রূপান্তরের পথে?

এই গবেষণাটিতে বাংলাদেশের নারী সংগঠন, এনজিও, রাজনৈতিক দোল ও ডাটা সংস্থাসমূহ নারীর ক্ষমতায়নকে কিভাবে ব্যাখ্যা করে, সেই ধারণাগুলো বিশ্লেষণ করা হয়েছে| বাংলাদেশে নারীর ক্ষমতায়নের বিরাজমান ধ্যান-ধারণা (ডিসকোর্স) নিয়ে একটি বিশ্লেষণাত্বক আলোচনা রয়েছে এ প্রবন্ধে। এই প্রবন্ধে বাংলাদেশের নারী সংগঠন, এনজিও, রাজনৈতিক দল এবং দাতা সংস্থাসমূহে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে যে চিন্তা-ভাবনাগুলো রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে দেখা গেছে নারী সংগঠন ছাড়া অন্যান্য ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ধারণাটি স্বতন্ত্র একটি পরিসরে থাকে না বরং উন্নয়ন, পরিবার পরিকল্পনা এবং দেশ গঠনের সহায়ক বিষয় হিসেবে বিবেচিত হয়। এই গবেষণা প্রবন্ধ নতুনভাবে নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলাপচারিতার সূত্রপাত করবে বলে আশা করা যায়।

Authors: Nazneen, Sohela; Sultan, Maheen; Hussain, Naomi
Type: Working Paper
Year: 2011

Up