২৮ শে এপ্রিল থেকে ৬ই মে, ২০১৯ পর্যন্ত বিশ্বব্যাংকের একটি দল “Digitizing Implementation Monitoring and Public Procurement Project (DIMAPPP)”-ডিম্যাপ এর চতুর্থ বাস্তবায়ন সমর্থন পর্যালোচনা করে। ২৮ শে এপ্রিল সকাল ১০:৩০ টায় সিপিটিইউ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অধিবেশনের কিক-অফ মিটিং-এ বিআইজিডি অংশগ্রহণ করে। এছাড়া অন্য একটা পৃথক মিটিং-এ ডিম্যাপ প্রকল্পের আওতায় বিআইজিডি কর্তৃক বাস্তবায়ধীন ‘সিটিজেন এনগেজমেন্ট সাব-কম্পোনেন্ট’ এর উপর বিআইজিডি একটা প্রতিবেদন উপস্থাপন করে যেখানে বিশ্বব্যাংক ও সিপিটিইউ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপস্থাপনায় সিটিজেন এনগেজমেন্ট সাব-কম্পোনেন্ট এর অধীনে গৃহীত কার্যক্রম যেমন- জনগণের দ্বারা মাঠ পর্যায়ে সরকারি কাজের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটি (পিপিএসসি)- প্ল্যটফর্মের অধীনে জাতীয় পর্যায়ে সংলাপ সম্পর্কে বিআইজিডি বিশ্বব্যাংককে অবহিত করে।
Author: BRAC Institute of Governance and Development (BIGD), Brac University
Type: Quarterly Update
Year: 2019