গ্রামীণ সমাজে এখন যে ক্রান্তিকাল চলছে সেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, অভূতপূর্ব। বাংলার গ্রামীণ সমাজে অর্থের এতটা অন্তর্মুখী সরবরাহ হাজার বছরের ইতিহাসে এই প্রথম এবং বর্তমান লক্ষণগুলো এরই নানামুখী পার্শ্বপ্রতিক্রিয়া উদ্ভূত। অর্থনীতির এই বিকাশ শত বছরের গ্রামীণ ক্ষমতা কাঠামোকে যেমন নাড়িয়ে দিয়েছে, তেমনি ক্ষমতা-কাঠামোর এই ভাঙনে প্রায় অ‣নতিক উপায়ে অর্জিত সম্পদের যথেচ্ছ ব্যবহার ও প্রসারের অনিবার্য প্রভাব সামাজিক মূল্যবোধ ও ভিত্তিকেও নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সমাজে দুর্নীতির বিস্তার তথা নৈতিক অবক্ষয়ের সামাজিক ও নৃতাত্ত্বিক গবেষণা অপ্রতুল। এই প্রবন্ধের প্রধান লক্ষ্য বাংলাদেশের গ্রামীণ সমাজের নৈতিক বিবর্তনের একটি সংক্ষিপ্ত স্বরূপ উন্মোচন এবং এর কালক্রমিক অবক্ষয়ের প্রকৃত কারণ নির্ধারণ ও বিশ্লেষণের নিমিত্তে কিছু নিবিড় পর্যবেক্ষণ তুলে ধরা। প্রথাগত সংখ্যাতাত্ত্বিক গবেষণার মতো এই পর্যবেক্ষণগুলো সরলীকরণ করা না গেলেও গুণগত গবেষনার একটি অপরিহার্য অনুষঙ্গ পর্যবেক্ষণজাত বিশ্লেষণ থেকে প্রাপ্ত এসব অন্তর্জ্ঞান বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থাকে আরও গভীরভাবে বুঝতে সমাজ ও রাজনীতি বিজ্ঞানের গবেষক ও বিশ্লেষকদের খোরাক হতে পারে।
Author: Zakaria, Sultan Mohammed
Type: Journal Article
Year: 2018