Publications

কর্মক্ষেত্রে নারী: আকাঙ্খা ও সীমাবদ্ধতা

গবেষণাটিতে জরীপের মাধ্যমে ৫১৯৮ জন উত্তরদাতা থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তা বিশ্লেষণ করা হয়েছে। জরীপ ছাড়াও চারটি ভিন্ন এলাকার নারীদের নিবিড় সাক্ষাৎকার নেয়া হবে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, আয়মূলক শ্রম এবং পরিবারের সহযোগিতা; মিডিয়া, কাজের ধরন এবং এনজিও-এর সদস্যপদের মধ্যকার আন্তঃসম্পর্কের প্রতি দৃষ্টি দেয়া হবে। এই গবেষণার জন্য বিশেষ করে গ্রামাঞ্চলের নারীদের বেছে নেওয়া হয়েছে, অর্থনৈতিক কাজে অংশগ্রহণের সুযোগ যাঁদের ক্ষেত্রে সীমিত বলে ধারণা করা হয়। নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে থেকেই এসব নারী অর্থনৈতিক কাজকে কীভাবে দেখছেন এবং তাঁদের এই ভাবনার প্রক্রিয়া কীভাবে প্রভাবিত হচ্ছে, তা বুঝতে চেষ্টা করা হয়েছে এই গবেষণায়।

Author: Tasnim, Sakiba
Type: Working Paper
Year: 201o

Up