বাংলাদেশে রাজনৈতিক আলোচনা বা ডিসকোর্সে ‘নাশকতা’, ‘ভাঙচুর’, ‘সহিংসতা’র মতো শব্দগুলো বহুল ব্যবহৃত। মতাদর্শনির্বিশেষে সব রাজনৈতিক দলই এসব শব্দের নিপুণ প্রয়োগের ওপর নির্ভর করে থেকেছে দিনের পর দিন। তবে এ শব্দগুলোকে অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক করে তুলতে যে বয়ান (ন্যারেটিভ) তৈরি ও প্রচার করা হয়, তা সময় ও ঘটনার পরিপ্রেক্ষিতে ভিন্ন হতে পারে। এমন একটি ঘটনা হিসেবে উল্লেখ করা যায় সাম্প্রতিক কালে বাংলাদেশের ‘কোটা সংস্কার আন্দোলন’, যা পরবর্তী সময়ে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। বরাবরের মতোই এর পেছনে সহিংসতার ভূমিকা ছিল অনস্বীকার্য।
বাংলাদেশে রাজনৈতিক আলোচনা বা ডিসকোর্সে ‘নাশকতা’, ‘ভাঙচুর’, ‘সহিংসতা’র মতো শব্দগুলো বহুল ব্যবহৃত। মতাদর্শনির্বিশেষে সব রাজনৈতিক দলই এসব শব্দের নিপুণ প্রয়োগের ওপর নির্ভর করে থেকেছে দিনের পর দিন। তবে এ শব্দগুলোকে অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক করে তুলতে যে বয়ান (ন্যারেটিভ) তৈরি ও প্রচার করা হয়, তা সময় ও ঘটনার পরিপ্রেক্ষিতে ভিন্ন হতে পারে। এমন একটি ঘটনা হিসেবে উল্লেখ করা যায় সাম্প্রতিক কালে বাংলাদেশের ‘কোটা সংস্কার আন্দোলন’, যা পরবর্তী সময়ে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। বরাবরের মতোই এর পেছনে সহিংসতার ভূমিকা ছিল অনস্বীকার্য।