চলমান মূল্যস্ফীতির কারণে আর্থিক দুরবস্থায় পড়ে গত মে মাসে অন্তত এক দিন শহরের স্বল্প আয়ের ৫ শতাংশ মানুষ সারা দিন অভুক্ত থেকেছে। গ্রামে এ অবস্থা ৩ শতাংশ। অন্তত এক বেলা কম খেয়েছে এমন পরিবার শহরে ২১ শতাংশ এবং গ্রামে ১৩ শতাংশ। এ পরিবারগুলোর অনেকে ফেব্রুয়ারি মাস থেকে খাদ্যতালিকায় থাকা মূল খাবার মাছ, মাংস, দুধ ও ফল খাওয়া কমিয়ে দিয়েছে, আবার অনেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বেসরকারি সংগঠন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজের (বিআইজিডি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
চলমান মূল্যস্ফীতির কারণে আর্থিক দুরবস্থায় পড়ে গত মে মাসে অন্তত এক দিন শহরের স্বল্প আয়ের ৫ শতাংশ মানুষ সারা দিন অভুক্ত থেকেছে। গ্রামে এ অবস্থা ৩ শতাংশ। অন্তত এক বেলা কম খেয়েছে এমন পরিবার শহরে ২১ শতাংশ এবং গ্রামে ১৩ শতাংশ। এ পরিবারগুলোর অনেকে ফেব্রুয়ারি মাস থেকে খাদ্যতালিকায় থাকা মূল খাবার মাছ, মাংস, দুধ ও ফল খাওয়া কমিয়ে দিয়েছে, আবার অনেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বেসরকারি সংগঠন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজের (বিআইজিডি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।