জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক উন্নতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অগ্রগতি দৃশ্যমান হলেও মাতৃমৃত্যু, বেকারত্ব, অপুষ্টিসহ কয়েকটি ক্ষেত্রে আরও উন্নতি দরকার। তিনি বলেন, বাংলাদেশের অবস্থার উন্নতির জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে জোর দিয়েছে সরকার। এসব কর্মসূচির সঠিক বাস্তবায়ন প্রয়োজন। সেইসঙ্গে শুধু প্রবৃদ্ধি অর্জন নয়, প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। সোমবার (৯ মে) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ১১তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক পলিসি নেটওয়ার্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন তাগিদ দেন। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। প্রথম দিনে বিভিন্ন সেশনে প্রায় ১০টির মতো প্রবন্ধ উপস্থাপন করা হয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক উন্নতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অগ্রগতি দৃশ্যমান হলেও মাতৃমৃত্যু, বেকারত্ব, অপুষ্টিসহ কয়েকটি ক্ষেত্রে আরও উন্নতি দরকার। তিনি বলেন, বাংলাদেশের অবস্থার উন্নতির জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে জোর দিয়েছে সরকার। এসব কর্মসূচির সঠিক বাস্তবায়ন প্রয়োজন। সেইসঙ্গে শুধু প্রবৃদ্ধি অর্জন নয়, প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। সোমবার (৯ মে) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ১১তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক পলিসি নেটওয়ার্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন তাগিদ দেন। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। প্রথম দিনে বিভিন্ন সেশনে প্রায় ১০টির মতো প্রবন্ধ উপস্থাপন করা হয়।