
সামাজিক অনিরাপত্তাবোধ কখনো ভীষণ মূর্ত, বাস্তব। আমাদের সমাজ যে নারীদের জন্য অনিরাপদ তা কল্পকথা নয়, সর্বৈব সত্য। যৌন হয়রানি, ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক বিয়ে বা বিয়ের হুমকি- ইত্যাদি ঘটনা অহরহই ঘটছে আমাদের সমাজে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে এক হাজারেরও বেশি। ধর্ষণ চেষ্টা ও যৌনহয়রানির ঘটনা ঘটেছে আরো ২৮৬ জন নারীর সাথে। যে যাই বলুক না কেন, নারীর প্রতি নিপীড়নের এই সামাজিক বাস্তবতা সবাই ঠিকই জানে।
সামাজিক অনিরাপত্তাবোধ কখনো ভীষণ মূর্ত, বাস্তব। আমাদের সমাজ যে নারীদের জন্য অনিরাপদ তা কল্পকথা নয়, সর্বৈব সত্য। যৌন হয়রানি, ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক বিয়ে বা বিয়ের হুমকি- ইত্যাদি ঘটনা অহরহই ঘটছে আমাদের সমাজে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে এক হাজারেরও বেশি। ধর্ষণ চেষ্টা ও যৌনহয়রানির ঘটনা ঘটেছে আরো ২৮৬ জন নারীর সাথে। যে যাই বলুক না কেন, নারীর প্রতি নিপীড়নের এই সামাজিক বাস্তবতা সবাই ঠিকই জানে।