
করোনার প্রকোপে বন্ধ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। তবে গ্রামাঞ্চলের মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী এই পাঠদান কর্মসূচিতে অংশ নিচ্ছে। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এক গবেষণার আলোকে এ তথ্য দিয়েছে। আজ বুধবার একটি ওয়েবিনারে গবেষণার এই ফলাফল তুলে ধরা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী টেলিভিশনে ‘ঘরে বসে শিখি’ ও ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠান দু’টি দেখছেন। আর মাত্র এক শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন। টিভি ক্লাসে অংশ নেয়া বেশিরভাগ শিক্ষার্থী টেলিভিশনে ক্লাস অনুসরণ করাকে বেশ কঠিন বলে মনে করছেন।
করোনার প্রকোপে বন্ধ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। তবে গ্রামাঞ্চলের মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী এই পাঠদান কর্মসূচিতে অংশ নিচ্ছে। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এক গবেষণার আলোকে এ তথ্য দিয়েছে। আজ বুধবার একটি ওয়েবিনারে গবেষণার এই ফলাফল তুলে ধরা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে মাত্র ১৬ শতাংশ শিক্ষার্থী টেলিভিশনে ‘ঘরে বসে শিখি’ ও ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠান দু’টি দেখছেন। আর মাত্র এক শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন। টিভি ক্লাসে অংশ নেয়া বেশিরভাগ শিক্ষার্থী টেলিভিশনে ক্লাস অনুসরণ করাকে বেশ কঠিন বলে মনে করছেন।