RTV2021COVID-19, Humanitarian
মানুষ বাঁচে তার অধিকার নিয়ে। কিন্তু যারা প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অধিকার কতটুকু আদায় হচ্ছে কিংবা আদৌ হচ্ছে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। সেই সংশয় আরও গাঢ় হয়েছে যখন আমরা দেখেছি, কোভিড-১৯ এর প্রকোপ চলাকালে প্রতিবন্ধী ব্যক্তিরা ছিলেন প্রবল ঝুঁকিতে। “করোনা মহামারী পরবর্তী সময়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অধিকার” নিয়ে আরটিভি’র অনুষ্ঠান “প্রমিসেসঃ মনের কথা”য় আলোচনা করেছেন বিআইজিডি’র রিসার্চ কো-অর্ডিনেটর রিফাত খান এবং রিসার্চ অ্যাসোসিয়েট সগীর হোসেন খান।