করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাবের পড়েছে দেশের নারী উদ্যোক্তাদের ওপর। করোনাভাইরাসের কারণে দেশের ২৪ শতাংশ নারী উদ্যোক্তা তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টর (বিআইজিডি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিআইজিডির মেহনাজ রব্বানি এসব তথ্য তুলে ধরেন। চলতি বছরের এপ্রিল মাসে শুরু করে পরবর্তীতে মে ও জুন মাসেও এই গবেষণা পরিচালিত হয়। তাতে দেখা যায়, প্রথমবার গবেষণা পরিচালিত হওয়ার এক মাসের মধ্যে ১২১ জন নারী ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আগামী সাত মাসের মধ্যে এ অবস্থার উন্নতি না হলে কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন আরো ৫৫০ জন। এদিকে করোনার মধ্যেও নিজেদের ব্যবসা নিয়ে আশার আলো দেখা নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে।
করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাবের পড়েছে দেশের নারী উদ্যোক্তাদের ওপর। করোনাভাইরাসের কারণে দেশের ২৪ শতাংশ নারী উদ্যোক্তা তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টর (বিআইজিডি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিআইজিডির মেহনাজ রব্বানি এসব তথ্য তুলে ধরেন। চলতি বছরের এপ্রিল মাসে শুরু করে পরবর্তীতে মে ও জুন মাসেও এই গবেষণা পরিচালিত হয়। তাতে দেখা যায়, প্রথমবার গবেষণা পরিচালিত হওয়ার এক মাসের মধ্যে ১২১ জন নারী ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আগামী সাত মাসের মধ্যে এ অবস্থার উন্নতি না হলে কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন আরো ৫৫০ জন। এদিকে করোনার মধ্যেও নিজেদের ব্যবসা নিয়ে আশার আলো দেখা নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে।