নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিস্তার এবং এর নেতিবাচক প্রভাব রোধকরণে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরণের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। নিঃসন্দেহে এসব উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে দুর্যোগ মুহূর্তে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে কারা এবং কোন মাত্রায় প্রণোদনা পাওয়া উচিত সেসব বিষয়ে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের বিকল্প নেই। অর্থাৎ, দুর্যোগের নেতিবাচক প্রভাব রোধকল্পে কিছু মৌলিক নীতি অনুসরণ করলে সমাজ ও রাষ্ট্রের অধিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। অন্যথায়, অধিক ক্ষতিগ্রস্থ হওয়া সত্বেও কোন ব্যক্তি, সমাজ কিংবা প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত থেকে যাবে।
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) বিস্তার এবং এর নেতিবাচক প্রভাব রোধকরণে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরণের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। নিঃসন্দেহে এসব উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে দুর্যোগ মুহূর্তে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে কারা এবং কোন মাত্রায় প্রণোদনা পাওয়া উচিত সেসব বিষয়ে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের বিকল্প নেই। অর্থাৎ, দুর্যোগের নেতিবাচক প্রভাব রোধকল্পে কিছু মৌলিক নীতি অনুসরণ করলে সমাজ ও রাষ্ট্রের অধিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। অন্যথায়, অধিক ক্ষতিগ্রস্থ হওয়া সত্বেও কোন ব্যক্তি, সমাজ কিংবা প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত থেকে যাবে।