In this insightful interview by CGAP’s FinDev Gateway program, Dr. Rohini Kamal, a Research Fellow at the BRAC Institute of Governance and Development (BIGD), discusses her work on the intersection of climate change, gender, and household welfare. She shares how her research focuses on the differential impacts of climate change, particularly on women, and the importance of integrating gender and governance lenses into climate resilience programs. Dr. Kamal also highlights the role of community engagement in reducing climate impacts and the need for gender-intentional solutions to address inequalities.
Archives: News
News
ডাকাত ধরা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, কমিউনিটির শক্তি জেগে থাক
মধ্যরাতে হঠাৎই মসজিদের মাইক থেকে ঘোষণা আসে—‘এলাকায় ডাকাত পড়েছে, সবাই সচেতন হোন!’ লাঠিসোঁটা নিয়ে মানুষজন ডাকাত পাকড়াও অভিযান চালায়। মসজিদের মাইকের ওই আহ্বান ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে বর্তমান সময়ে রাষ্ট্রীয় ও সামাজিক স্বার্থ রক্ষা করতেও নাগরিকেরা অনেক বেশি সজাগ। সাধারণ মানুষের মধ্যে এখন অসাধারণ রাজনৈতিক সচেতনতা লক্ষ করা যাচ্ছে।
রাজনীতির সংস্কার: উত্তাল মাঝসমুদ্রে একটি জাহাজের পুনর্নির্মাণ
ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ–অভ্যুত্থানের ফলে রাষ্ট্র ও সমাজের মধ্যে বিদ্যমান সম্পর্কগুলো পুনর্নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ হাজির হয়েছে। ছাত্রদের বর্তমান চাহিদা ‘রাষ্ট্র সংস্কার’। এটি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় দাবি। কিন্তু আমি মনে করি, আমাদের তার চেয়েও বেশি কিছু দাবি করা উচিত। রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে আমাদের উচিত রাষ্ট্র-সমাজ সম্পর্ক সংস্কারের দাবি জানানো।
Govt Forms Panel for White Paper on Economy
The government has formed a 12-member committee led by Dr Debapriya Bhattacharya, a distinguished fellow at the Centre for Policy Dialogue (CPD), to prepare a white paper on the state of Bangladesh’s economy. The panel will hold its first meeting at the Planning Commission in Dhaka.
Creation of the New Political Order: Rebuilding Ship in an Open and Turbulent Sea
The chatra-janata led mass insurrection has provided us with a historic opportunity to reimagine and reconstitute existing relations between the state and society. The students are now demanding state reform, which is very timely and necessary. But, I believe, we ought to demand more than that.
সহিংসতার এপিঠ-ওপিঠ এবং বয়ান ভাঙার রাজনীতি
বাংলাদেশে রাজনৈতিক আলোচনা বা ডিসকোর্সে ‘নাশকতা’, ‘ভাঙচুর’, ‘সহিংসতা’র মতো শব্দগুলো বহুল ব্যবহৃত। মতাদর্শনির্বিশেষে সব রাজনৈতিক দলই এসব শব্দের নিপুণ প্রয়োগের ওপর নির্ভর করে থেকেছে দিনের পর দিন। তবে এ শব্দগুলোকে অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক করে তুলতে যে বয়ান (ন্যারেটিভ) তৈরি ও প্রচার করা হয়, তা সময় ও ঘটনার পরিপ্রেক্ষিতে ভিন্ন হতে পারে। এমন একটি ঘটনা হিসেবে উল্লেখ করা যায় সাম্প্রতিক কালে বাংলাদেশের ‘কোটা সংস্কার আন্দোলন’, যা পরবর্তী সময়ে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। বরাবরের মতোই এর পেছনে সহিংসতার ভূমিকা ছিল অনস্বীকার্য।
এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাকের জরিপ: অর্থনীতি-রাজনীতি নিয়ে মানুষের হতাশা বেড়েছে
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে পাঁচ বছর আগের তুলনায় এখন মানুষের আশা আরও কমেছে বলে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক সমীক্ষায় উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ‘সিটিজেনস প্রোটেকশন সার্ভে অন দ্য গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি’ শিরোনামে এ সমীক্ষা চালানো হয়। প্রতি জেলা থেকে ১০৬ জন উত্তরদাতা নির্বাচনের মাধ্যমে ৬৪ জেলার ৬ হাজার ৭৮৪ জনের উত্তরের ভিত্তিতে সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সংকট মোকাবিলায় প্রয়োজন পরিকল্পিত ও জন-অন্তর্ভুক্তিমূলক নীতির অনুশীলন
কোভিডের বহুমাত্রিক সংকট বুঝতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের ‘ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (আইডিএস)’, বাংলাদেশের ‘ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)’ যৌথভাবে ‘দ্য কোভিড–১৯ লার্নিং, এভিডেন্স অ্যান্ড রিসার্চ প্রোগ্রাম ইন বাংলাদেশ (CLEAR)’ শিরোনামে গবেষণা প্রকল্প পরিচালনা করে। যেটির অর্থায়ন করেছে যুক্তরাজ্য সরকারের ‘ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।’ বিআইজিডি, আইডিএস ও ইউনিভার্সিটি অব সাসেক্স যৌথভাবে গত ৩ থেকে ৫ মার্চ ২০২৪–এ ঢাকার বিআইডিএ ভবনে গবেষণা প্রকল্পটির চূড়ান্ত সম্মেলন আয়োজন করে।
জরিপের তথ্য: দেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে মানুষের আশাবাদ কমছে
দেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে দেশের মানুষের মধ্যে আশাবাদ কমে যাচ্ছে। সব আয়ের মানুষের মধ্যে অর্থনীতি নিয়ে আশা কম। দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ সমীক্ষায় এ চিত্র পাওয়া গেছে। এশিয়া ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ সমীক্ষা সম্পর্কে জানানো হয়।
COVID-19 Learnings: Is Bangladesh Leveraging Its Pandemic Experience?
Amidst a crisis, opportunities often emerge for innovation and change. COVID-19 provided such an opportunity to Bangladesh, testing the nation’s resilience. The structural inequalities were laid bare by the crisis, prompting a re-evaluation of crisis management methods, including knowledge generation and utilisation. Bangladesh’s approaches to the COVID-19 response included quickly adopting digital technologies, mobilising local communities, and placing greater emphasis on using data to guide policy decisions. Yet, the pivotal question remains: Is Bangladesh leveraging its pandemic experience to weather the next crisis? Will the approaches born out of the pandemic last? These questions were raised at the final conference of the Covid-19 Learning, Evidence and Research (CLEAR) programme, held at the Bangladesh Investment Development Authority (BIDA) conference hall from March 3rd to 5th.